 
     সদ্য আবিস্কৃত আমেরিকার সর্বাধুনিক লেজার অস্ত্র মোকাবেলার জন্য নতুন ধরণের অস্ত্র তৈরি করার দাবি করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা “আইআরজিসি'র” নৌ ইউনিটের প্রধান রিয়াল অ্যামডিরাল আলী রেজা তাংসিরি আজ (রোববার) এ দাবি করেন।
সদ্য আবিস্কৃত আমেরিকার সর্বাধুনিক লেজার অস্ত্র মোকাবেলার জন্য নতুন ধরণের অস্ত্র তৈরি করার দাবি করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা “আইআরজিসি'র” নৌ ইউনিটের প্রধান রিয়াল অ্যামডিরাল আলী রেজা তাংসিরি আজ (রোববার) এ দাবি করেন।
আমেরিকার ভয়ংকর লেজার অস্ত্র মোকাবেলার লক্ষ্যেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি। তবে ইরানের তৈরিকৃত অস্ত্র কতটা শক্তিশালী তা জানা যায়নি বা সে বিষয়ে কোন স্পষ্ট তথ্য দেননি তিনি।
আলী রেজা তাংসিরি বলেছেন, আইআরজিসির নৌ ইউনিটের উন্নত নৌযান তৈরির সক্ষমতা রয়েছে। খুব শিগগিরই ক্ষেপণাস্ত্র সজ্জিত হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ তৈরি করা হবে।
[caption id="attachment_16944" align="aligncenter" width="300"]
লেজার অস্ত্রসজ্জিত আমেরিকান যুদ্ধ বিমান[/caption]
আমেরিকা কয়েক বছর আগে অত্যাধুনিক লেজার অস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং গত বছর ভয়ংকর লেজার অস্ত্র তৈরি করেছে। ভয়ংকর সে অস্ত্র এই যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম বলে এর আগে বিশেষজ্ঞরা মন্তব্য করেছিলেন।