
পাবলিক ভয়েস: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তের ঘাসুরিয়া গ্রাম থেকে এক হাজার ১৯৯ বোতল ফেনসিডিল ও ৯০০ গ্রাম গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আজ রোববার (৩ মার্চ) সকালে বিজিবি’র কয়া ক্যাম্প কমান্ডার আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেন। ঘাসুরিয়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (২ মার্চ) মধ্যরাতে বিজিবি’র একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ঘাসুরিয়া গ্রামে মালিকবিহীন এসব মাদকদ্রব্য জব্দ করে।