
শেখ নাসির উদ্দিন, খুলনা: আগামী ৩১ মার্চ খুলনায় উপজেলা পরিষদ নির্বাচন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চতুর্থ দফায় ঘোষিত তফসীল অনুযায়ী আসন্ন নির্বাচনে খুলনার ৯টি উপজেলায় মনোনয়ন চূড়ান্ত করেছে আ.লীগ।
গতকাল শুক্রবার বিকেলে গণভবনে আ.লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় খুলনাসহ দেশের অন্যান্য উপজেলার প্রার্থী চূড়ান্ত করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আ.লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আ.লীগ সূত্রে জানা গেছে, নির্বাচনে খুলনার নয় উপজেলায় আ.লীগের মনোনয়ন পেয়েছেন দলের ৯ নেতা। তারা হলেন রূপসায় উপজেলা আ.লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন বাদশা, তেরখাদায় জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, দিঘলিয়ায় উপজেলা আ.লীগ সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, বটিয়াঘাটায় উপজেলা আ.লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, দাকোপে উপজেলা আ.লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আবুল হোসেন, ফুলতলায় উপজেলা আ.লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, পাইকগাছায় আ.লীগ নেতা গাজী মোহাম্মদ আলী, ডুমুরিয়ায় গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা সরোয়ার এবং কয়রায় উপজেলা আ.লীগের সভাপতি জিএম মোহসিন রেজা।