
পাবলিক ভয়েস: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবু কারিকর (১৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট বাজারে এ ঘটনা ঘটে। বাবু কারিগর ওই ইউনিয়নের বল্লভপুর গ্রামের লিয়াকত কারিকরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবু কারিগরসহ অন্য শ্রমিকরা স্থানীয় বিছট বাজারের রিপনের বিল্ডিংয়ের ছাদে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। সঙ্গীরা তাকে উদ্ধার করার আগে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।