 
    
পাবলিক ভয়েস: ভারতের মহাকাশ সক্ষমতা ভারতীয় সেনাবাহিনীকে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে, এটি এখন আর গোপন নেই। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন- ইসরো’র জানিয়েছে, ভারতীয় স্যাটেলাইট পুরো পাকিস্তানের উপর নজর রাখছে। এর পাশাপাশি পাকিস্তানের ৮৭ শতাংশ ভূমির হাই-ডেফিনেশন ম্যাপিং সশস্ত্র বাহিনীর হাতে দিয়েছে।
ভারতীয় স্যাটেলাইট পাকিস্তানের ৮.৮ লাখ বর্গকিলোমিটার ভূমির ৭.৭ লাখ বর্গকিলোমিটার এলাকা ম্যাপিং করতে সক্ষম। এটি ভারতীয় সেনাবাহিনীকে যে কোনো লক্ষ্যবস্তুর ০.৬৫ মিটার হাই-রেজ্যুলিউশনের ছবি সরবরাহ করে।
১৭ জানুয়ারি ভারতের জুনিয়র স্পেস মিনিস্টার জিতেন্দ্র সিং বলেছিলেন, আমরা পাকিস্তানের বর্ডারের কাছকাছি থাকা বাড়িগুলোর বারান্দা ও ঘরের ভেতর পর্যন্ত দেখতে পারি।
ভারতীয় বিমান বাহিনী ইসরো’র এই সহায়তায় সন্তুষ্টি প্রকাশ করেছে। গত সপ্তাহে বিমান বাহিনীর এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমাদের আরো কিছু স্যাটেলাইট প্রয়োজন ঠিকই, তবে আমাদের চাহিদার ৭০ শতাংশ এরমধ্যেই আমরা পেয়ে গেছি।
ভারতীয় সেনাবাহিনীতে মহাকাশ টেকনোলজির ব্যবহার বেড়েছে অনেক। ভারতের অন্তত ১০টি স্যাটেলাইট সেনাবাহিনীর জন্য কাজ করে।