পাবলিক ভয়েস: গোপালগঞ্জে ইটভাটা ও চরের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় আব্দুল্লাহ খান (৩০) নামের এক যুবকের বাম পা হাটুর নিচে থেকে কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ।
গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার পুখুরিয়া গ্রামে এ সংর্ষের ঘটনা ঘটে। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মারাত্মক আহত ইদ্রিস শেখ (৪৫), দাউদ শেখ (৩০), মো: জাহিদ মোল্লা (৫৫), আরমান শেখ (২৫), মো: আবু শেখ (৩৮), নিয়ামুল শেখ (৩৫), সাইদুর রহমান মোল্লা (৬৫) ও কালাম শেখকে (২৮) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া শরীর থেকে পা বিচ্ছিন্ন হওয়া আব্দুল্লাহ খান ও বিপ্লব শেখকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, পুখুরিয়া গ্রামের নিরু মোল্যা ও শাহিদুল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে ইটভাটা ও চরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শাহিদুল শেখ ও নিরু মোল্যার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। সময় আব্দুল্লাহ খান (৩০) নামের এক যুবকের বাম পা হাটুর নিচে থেকে কেটে বিচ্ছিন্ন করে দেয় প্রতিপক্ষ।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।