প্রায় এক মাসের গ্রন্থমেলার শেষ হচ্ছে আজই। প্রতি বছর পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলা থাকে বইপ্রেমীদের এক অনবদ্য অর্জনের সময়কাল। যোগ্য যোগ্য ব্যক্তিরা বইমেলায় প্রকাশ করেন তাদের সৃষ্টি-সৃজনশীলতা।
এ বছরের গ্রন্থমেলা একটু ব্যতিক্রম পাবলিক ভয়েসের জন্য। গ্রন্থমেলায় অনলাইন নিউজ পোর্টাল “পাবলিক ভয়েস টোয়েন্টিফোর ডটকম” পরিবারের মধ্য থেকে বেশিরভাগেরই বই প্রকাশ হয়েছে। যা একটি নিউজ পোর্টালের মান যাচাই থেকে শুরু করে সার্বিক কার্যক্রমের গুনগত পর্যায়ের একটি বড় প্রমাণ বহন করে।
এক নজরে দেখে নেওয়া যাক অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ পাবলিক ভয়েস পরিবারের কার কার বই প্রকাশ হলো;
পাবলিক ভয়েসের উপদেষ্টা সম্পাদক রশীদ জামীল
রশীদ জামীল একজন বহুপ্রতিভার অধিকারী ও সব্যসাচি লেখক। তাঁর লিখিত অনেকগুলো বই প্রকাশ পেয়েছে এ পর্যন্ত। উপন্যাস, গল্প, অনুসন্ধানী বইসহ বিভিন্নধরণের বই লিখেছেন তিনি। বেশ জনপ্রিয়তা ও প্রশংসাও কুড়িয়েছে সেগুলো। অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ তার দুটি উপন্যাস গ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থ দুটি হলো— “একটি স্বপ্নভেজা সন্ধ্যা” ও “সুখের মত কান্না”। দুটি বই-ই প্রকাশ করেছে “কালান্তর প্রকাশনী”। বইমেলার ৪৭০ নং স্টলে (মাতৃভাষা প্রকাশনী) মাসব্যাপী বই দুটো পাওয়া গেছে।
[caption id="attachment_16223" align="aligncenter" width="300"]
রশীদ জামীলের দুইটি বই[/caption]
হাবিবুর রহমান মিছবাহ একজন সৃষ্টিশীল লেখক। বহু গ্রন্থপ্রণেতা বলা যায় তাঁকে। ইতোপূর্বে বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে তাঁর। সে ধারাবাহিকতায় ২০১৯ সালের গ্রন্থমেলায় তার একক উপন্যাসগ্রন্থ “নিউ ভার্সন অব লাভ” প্রকাশিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি মোড়ক উম্মোচন হয়ে বইটি স্টলের বেস্ট সেলার বইয়ের তালিকায়ও যায়গা করে নিয়েছে। একুশে বইমেলার ৩২০-৩২১ নং স্টলের “বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স” থেকে তার বইটি প্রকাশিত হয়েছে। একুশে বইমেলা ছাড়াও বইটি পাওয়া যাচ্ছে রকমারি এবং দারাজ অনলাইন বুকশপে। এছাড়া লেখকের বাকি বইগুলোও ৩২০-৩২১ নং স্টলে পাওয়া যাচ্ছে। বইমেলা শেষে “বাড কম্প্রিন্ট & পাবলিকেশন্স” ও “আত তাকওয়া পাঠাগার” সহ দেশের বিভিন্ন প্রকাশনীতে লেখকের বইগুলো পাওয়া যাবে।
[caption id="attachment_16224" align="aligncenter" width="300"]
হাবিবুর রহমান মিছবাহর নিউ ভার্সন অব লাভ[/caption]
পাবলিক ভয়েসের সহ-সম্পাদক নাজমুল ইসলাম কাসিমী
নাজমুল ইসলাম কাসিমী একজন তরুণ বিদগ্ধ লেখক। publicvoice24 এর সহ-সম্পাদক। তিনিও একাধিক গ্রন্থের লেখক। অমর একুশে গ্রন্থমেলায় পাকিস্তানের বিস্ময়বালক, নান্না প্রফেসর “হাম্মাদ সাফি” নিয়ে এক বই প্রকাশ করে পাকিস্তানি মিডিয়াসহ সারাদেশে হইচই ফেলে দিয়েছেন। কালান্তর প্রকাশনী থেকে প্রকাশিত ‘বিস্ময়বালক’ হাম্মাদ সাফি ৪৭০ নং স্টলে ‘মাতৃভাষা প্রকাশন’ এ পাওয়া গেছে। এছাড়াও রকমারি ডটকমে অনলাইন অর্ডারে বই সংগ্রহ করা যাবে যেকোনো সময়। বইমেলা শেষ হওয়ার পর কালান্তর প্রকাশনী থেকেও নেওয়া যাবে বইটি।
[caption id="attachment_16225" align="aligncenter" width="300"]
নাজমুল ইসলাম কাসিমীর অনবদ্য সংকলন বিস্ময়বালক[/caption]
পাবলিক ভয়েসের শরিয়া বিষয়ক সম্পাদক রেজাউল কারীম আবরার
রেজাউল করীম আবরার একজন তরুণ বিদগ্ধ আলেম এবং বহু গ্রন্থপ্রণেতা। তিনি পাবলিক ভয়েসের শরিয়া বিষয়ক সম্পাদক। অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ তার দুটি বই প্রকাশিত হয়েছে। কুরআন এবং হাদীসের প্রামাণিকতার ওপর প্রাচ্যবিদদের কিছু অভিযোগের দালিলিক জবাব প্রদান করে তিনি লিখেছেন “প্রাচ্যবিদদের নখরদন্ত” বইটি। পায়রা প্রকাশনী থেকে প্রকাশিত গবেষণামূলক বইটি বইমেলার ৩৩৭ নং স্টলে পাওয়া গেছে বইমেলার অর্ধেক সময় জুড়ে। এছাড়াও তিনি লিখেছেন, “ইসলাম ও কুফরের সংঘাত” নামে একটি অনুবাদমূলক বই। যেটার মূল বই লিখেছেন উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমে দীন মুফতী মুহাম্মাদ শফী রহ.। বইটি প্রকাশ করেছে দারুল উলূম লাইব্রেরী।
[caption id="attachment_16226" align="aligncenter" width="300"]
রেজাউল করীম আবরারের দুইটি বই[/caption]
আমরা পাবলিক ভয়েস পরিবার গর্বিত ও আনন্দিত এই অনবদ্য অর্জনে। পাবলিক ভয়েস এই যোগ্য লোকদের হাত ধরে অনেক দুর এগিয়ে যাবে এ কামনাই আমাদের। পাঠক, শুভানুধ্যায়ীদের কাছে এ জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ ও আমাদের কাজ বহুগুনে এগিয়ে নিতে দোয়াপ্রার্থী।
এ ছাড়াও বইমেলায় সম্পাদকমন্ডলীর সভাপতি সাইমুম সাদী, সহ উপদেষ্টা সম্পাদক জিয়াউল আশরাফ ও বার্তা সম্পাদক ইহসান সিরাজের বই বের হওয়ার কথা থাকলেও সময়ের ব্যস্ততায় বইমেলায় প্রকাশ করা সম্ভব হয়নি।
বিশেষ প্রতিবেদন : নির্বাহী সম্পাদক