নেতা-নেত্রী খুশির ঠেলায়
তিড়িং বিড়িং নাচে,
দেশটা করে বিকিকিনি
ভিনদেশীদের কাছে।
জন্মভূমি দেশের প্রতি
নাই তো তাদের মায়া,
প্রতিক্ষণে চায় যে তারা
ভিনদেশীদের ছায়া।
কোটি কোটি টাকা লুটে
ঘর করে ভিনদেশে,
ঝগড়া-ফাসাদ করায় তারা
দেশে পীরের বেশে।
লোকের চোখে যে জন এখন
মহান কোনো নেতা,
আসলে সে দুর্নীতিবিদ,
দুর্নীতিরই ক্রেতা।