
পাবলিক ভয়েস: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকণ্ঠপুর বাগানে চা শ্রমিকের ৪ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত সেই যুবকের নাম সালাম মিয়া (২৫)।
গতকাল সোমবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটক সালাম উপজেলার মুড়াপাড়া এলাকার বাসিন্দা। এদিকে অসুস্থ অবস্থায় ওই শিশুটিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে সালামকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলাও দায়ের করেছেন। আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।