পাবলিক ভয়েস: অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে ‘ভাদাইম্যা’ চ্যানেলের তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট। আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিজয়নগর থেকে তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের মিন্টো রোডের কার্যালয়ে আনা হয়।
এ বিষয়ে ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, ‘ভাদাইমা’ চ্যানেলের অভিনেতা, এডমিন ও মালিকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অফিসে আনা হয়েছে। আমরা তাদের অপরাধ খতিয়ে দেখছি।
তিনি আরও বলেন, নিরাপদ ইন্টারনেটের স্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তাদের নাম ও অন্যান্য তথ্যাদি পরবর্তীতে জানানো হবে।
দেশে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের নেতৃত্ব ইতোমধ্যে শুরু হয়েছে নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইন। অভিযানে মন্ত্রীর সঙ্গে রয়েছে বাংলাদেশ পুলিশের সব সাইবার ইউনিট, র্যাব, বিটিআরসি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ও আইসিটি মন্ত্রণালয়ের এ-টু-আই।
এর অংশ হিসেবে এর আগে ইউটিউবার সালমান মুক্তাদির ও মডেল সানাই মাহবুব সুপ্রভাকে ডেকে কাউন্সিলিং করা হয়।