
পাবলিক ভয়েস: ইটের মাপ ছোট দিয়ে ভোক্তা ঠকানোর অভিযোগে ৮টি ইটভাটা থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার দুপুরে সদর উপজেলার যুগিয়া গ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
ইটভাটার মালিকরা হলেন- সদর উপজেলার যুগিয়া গ্রামের মাহবুব আলমের এমএস ব্রিকস, মহিদুল ইসলামের এমইবি ব্রিকস, শরিফুল ইসলামের কেএইস ব্রিকস, সাহাবুল আলমের সিক্স ব্রিকস, সিহাব উদ্দিনের এমবি সিক্স এবং এএসএস ব্রিকস, ইমাম আজাদের এমআইএইস ব্রিকস এবং আশরাফুল ইসলামের কেআইবি ব্রিকস।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নির্দিষ্ট মাপের চেয়ে ছোট মাপের ইট প্রস্তুত ও বিক্রয় করে ভোক্তা ঠকানো অভিযোগ প্রমাণিত হওয়ায় ইটের মাপ আকারে ছোট দেয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৮ধারায় এ জরিমানা ধার্য ও আদায় করেন।
এদের প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেন কুষ্টিয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
এসময় সংশ্লিষ্ট দপ্তর/বিভাগের কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন