
পাবলিক ভয়েস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভোগাইল বগাদী গ্রামের একটি পানের বরজ থেকে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে ভোগাইল বগাদী গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে একটি পানের বরজে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজজামান মুন্সি জানান, ভোগাইল বগাদী গ্রামের জনৈক রশিদুল ইসলামের পানের বরজ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় উদঘাটনের জন্য আশপাশের থানাগুলোতে খবর পাঠানো হয়েছে।