
পাবলিক ভয়েস: খালেদা জিয়াকে অসমাপ্ত কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া জন্য সরকার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
গতকাল রোববার রাজধানীর মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত পিলখানা হত্যাকাণ্ডের স্বীকার সেনা কর্মকর্তাদের স্মরণে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে মানসিক অত্যাচার করা হচ্ছে। তাকে অসমাপ্ত কেরানীগঞ্জ কারাগারে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে সরকার। সাধারণ বন্দিরা যেখানে সুবিধা পান না সেখানে তার নিরাপত্তা আমরা বোধ করছি না। আমরা অবিলম্বে তার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড কেবল কিলিং নয়। এটি ছিল একটি জাতিকে পদানত করার ষড়যন্ত্র। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে পদানত রাখার জন্য, তাদের ভয় দেখাবার জন্য, তাদের মত খর্ব করার জন্য এবং তাদেরকে মানসিকভাবে ভীত করার জন্য আন্তর্জাতিক পর্যায় থেকে এই ষড়যন্ত্র করা হয়েছে।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, যারা বাংলাদেশের ভালো চায় না, যারা বাংলাদেশকে একটা করদ রাজ্যের সমান মর্যাদা দিতে চায়, তারাই পিলখানার ঘটনা ঘটিয়েছে। এটা আজ দিবালোকের মতোই পরিষ্কার। তাদেরই তল্পিবাহক একটি রাজনৈতিক দল বাংলাদেশের বুকের ওপর চেপে বসে আছে। পিলখানায় এই ঘটনা ঘটাবার আগে, এই দলের নেতৃবৃন্দের সাথে সেই দুষ্কৃতিরা আলাপ-আলোচনাও করেছে। হয়তো বা তাদের সম্মতি নিয়েই এই ধরনের ঘটনা ঘটিয়েছে।
কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মাদ ইবরাহিমের সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন, কল্যাণ পার্টির মহাসচিব এম.এম আমিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।