
পাবলিক ভয়েস: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজুল ইসলাম (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের সাতমেড়া জেমকন গ্রুপের পাশে এ দুর্ঘটনা ঘটে। রিয়াজুল পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার আছিম উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী জমির উদ্দীন জানান, রিয়াজুল তেঁতুলিয়া উপজেলায় তার শ্বশুর বাড়িতে থাকতেন। বিকেলে ট্রাকে পাথর লোড করে তার ওপর উঠে পাথর ঠিক করতে গেলে অসাবধানতায় উপরে থাকা বৈদ্যুতিক তারে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তৌহিদুল ইসলাম মৃত ঘোষণা করেন।