চট্টগ্রামের চকরিয়া এলাকাকে সন্ত্রাস, ইয়াবা ও মাদকমুক্ত করে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফীর দোয়া নিতে থানা কম্পাউন্ডে আমন্ত্রণ জানিয়েছেন চকরিয়া থানার ওসি মোঃ বখতিয়ার উদ্দীন চৌধুরী।
আজ রবিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে আমীরে হেফাজতকে থানায় আমন্ত্রন জানান তিনি। সেখানে চকরিয়া এলাকাসহ আশপাশ এলাকা মাদকমুক্ত করতে আল্লামা শফীর কাছ থেকে দোয়া নিয়ে সব ধরণের ব্যবস্থা নেবেন বলে জানান।
থানায় পৌছলে আল্লামা আগমদ শফী সাহেবকে আতিথেয়তার সাথে বরণ করে নেন থানার ওসিসহ দায়িত্বরত কর্মকর্তারা। আল্লামা শফী সেখানে বলেন, “কোন মুসলমানের সন্তানরা মাদক ব্যবসায় জড়িত হতে পারে না” তিনি সবাইকে মাদক ব্যবসা থেকে বিরত থাকতে এবং সুন্দর সমাজ গড়তে যুব সমাজকে মাদকমুক্ত রাখার পক্ষে দায়িত্বশীলদের জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ জানান।