 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২০, ২০১৯, ৮:৩৬ অপরাহ্ণ
 হাসপাতালে সায়্যিদ আরশাদ মাদানীর শয্যাপাশে মৌলভী সাদ কান্ধলভী 
  
    
    
    
মুনশি মুহাম্মদ আবু দারদা (ভারত থেকে)  আজ জোহরের নামাজের পর মৌলভী সা'দ কান্ধলভী জমিয়তে উলামা হিন্দের সভাপতি শায়খুল ইসলাম মাওলানা সায়্যিদ আরশাদ মাদানী কে মেরুট হাসপাতালে দেখতে যান। তখনও মাদানি আইসিসিতে ভর্তি ছিলেন এবং তার অসুস্থতা আগের থেকে একটু ভালো।
 মাওলানা মাদানী মৌলভী সা'দ কান্ধলভীর শুকরিয়া আদায় করে বলেন, আপনার ব্যস্ততা তো আমার থেকে অনেক বেশি আপনার আসার কি দরকার ছিল আপনি ওখান থেকে আমার জন্য দোয়া করতেন৷ তখন মৌলভী সা'দ বলেন, আপনি আমাদের জিম্মাদার আপনার জন্য তো সবসময় আমাদের দোয়া আছে তারপরও আপনাকে দেখতে আসা আমার জন্য সৌভাগ্য৷
 দুইজনই পরস্পরের জন্য অনেক দোয়া দেন৷ তখন মৌলভী সা'দ এর সাথে ছিলেন দুই সাহেবজাদা মাওলানা মুহাম্মদ ইউসুফ ও মাওলানা মুহাম্মদ সাঈদ৷ এদিকে হাসপাতালে আরো ছিলেন মাওলানা মাদানির দুই ছেলে মাওলানা আজহাদ মাদানী ও মাওলানা হুসাইন মাদানী ৷
 
 
 
 
 
 
 
    
        
         Copyright © 2025 Samakaler Kontho. All rights reserved.