
পাবলিক ভয়েস: খাগড়াছড়ি শহরে আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ(প্রসীত) গ্রুপের কর্মী তুষার চাকমা নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই গুলাগুলি ও নিহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি শহরের নারায়ণখাইয়া এলাকার এলজিইডি ও জেলা নির্বাচন অফিসের সামনে দুই পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এতে ইউপিডিএফ(প্রসীত) সদস্য তুষার চাকমা ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তুষার চাকমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী। তার বাড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায়।
ইউপিডিএফ(প্রসীত)গ্রুপের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক নিরণ চাকমা জানান, একজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে বিস্তারিত জানি না।