বরিশালের চরমোনাইতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাৎসরিক ফাল্গুনের মাহফিল। প্রতিবছর বাংলাদেশ মুজাহিদ কমিটির তত্বাবধানে পরিচালিত এ মাহফিলে সারাদেশ থেকে লাখো জনতার ঢল নামে। তবে এ বছরের মাহফিলের উপস্থিতি আগের যে কোন রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
মাহফিল মাঠ ঘুরে দেখা গেছে বুধবার ২০ ফেব্রুয়ারি মাহফিল শুরু হলেও একদিন আগেই মাহফিলের জন্য নির্ধারিত সব যায়গা দখল করে বসেছেন মুসুল্লিরা। চলছে স্বাভাবিক আমল, দোয়া, জিকিরও। এখনও সারাদেশ থেকে লাখো সংখ্যার মুসুল্লিরা আসছেন চরমোনাই ময়দানে। কেবল ঢাকা-বরিশাল রুটের বেশিরভাগ লঞ্চ রিজার্ভ হয়ে আছে মুসুল্লিদের জন্য। এছাড়াও সারাদেশ থেকে লাখো মুসুল্লিরা চরমোনাই মাহফিলের পথে রয়েছেন।
এ বিষয়ে মাহফিল পরিচালনা করা বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল ডা. মোখতার হোসাইন বলেন, এ বছর মানুষের চাপ খুব বেশি লক্ষ করছি আমরা। গতকাল (১৭ ফেব্রুয়ারি) থেকেই মাঠ সব মুসুল্লিতে পূর্ণ হয়ে যাওয়ার সংবাদ পেয়েছি আমরা। সরেজমিন দেখে সবাইকে কেউ কোন যায়গা দখলে না রেখে অপর ভাইকে যায়গা দেয়ার ক্ষেত্রেও নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমরা আগেই ধারণা করেছিলাম মানুষের চাপ এবার বেশি হবে তাই মাঠ একটি বাড়ানো হয়েছিল। সব মিলিয়ে এ বছর মাহফিল হচ্ছে ৫ মাঠে যা আগে ৪ মাঠে হতো কিন্তু পাঁচ মাঠেও লোক সংকুলান হবে বলে মনে হয় না। তবে মুসুল্লিদের সার্বিক কোন দুর্ভোগ যাতে পোহাতে না হয় সেসব বিষয়ে আমরা সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছি।
প্রসঙ্গত : চরমোনাই বাৎসরিক ফাল্গুনের মাহফিল কাল ২০ ফেব্রুয়ারি জোহরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে। ২৩ তারিখ আখেরি মানাজাতের মাধ্যমে এ মাহফিল শেষ হওয়ার কথা রয়েছে।