বিশ্ব ইজতেমার সা'দপন্থী অংশের তাবলীগের সাথীরা তাদের ইজতেমার সময় একদিন বাড়িয়েছে। এ নিয়ে দু অংশে একই সাথে মোট ৬ দিন হচ্ছে এ বছরের বিশ্ব ইজতেমা। আখেরি মুনাজাত হচ্ছে ২ টি। দ্বিতীয় পর্বের সা'দপন্থীদের ইজতেমার আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায়, যা আগে সোমবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার মধ্যে হওয়ার কথা ছিল। বৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণ দেখিয়ে সা'দপন্থী মুরুব্বিদের অনুরোধে একদিন ইজতেমার সময় বাড়ানো হয়েছে বলে রোববার সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসন নিশ্চিত করেছে।
গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির সাংবাদিকদের বলেন, বৈরী আবহাওয়ার কারণে মাওলানা সাদ কান্ধলভী পক্ষের স্থানীয় মুরুব্বীরা সরকারের কাছে এক দিন সময় বেশি চেয়ে আবেদন করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এক দিন বাড়ানো হয়েছে। তাই ১৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় তাদের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত : বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে তাবলিগের উভয় পক্ষের মুরুব্বিরা এ সিদ্ধান্তই নিয়েছিল। দুই পক্ষকে তিন দিনের পরিবর্তে ইজতেমা চারদিনে করে দুইদিন দুইদিন করে ভাগ করে দেয়া হলেও আলমী শূরার মুরুব্বিদের সাথে পরামর্শক্রমে এক পক্ষ তাদের ইজতেমা একদিন বাড়িয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু করেছে। অপরপক্ষে সা’দপন্থীরাও তখন ঘোষণা দিয়েছে তারা শেষে একদিন বাড়িয়ে নেবে। সেই ঘোষণারই বাস্তবায়ন করলো তারা।
আরও পড়ুন : ইজতেমা বিষয়ে পাবলিক ভয়েসের সব রিপোর্ট একসাথে