কাওসার আহমেদ, খুবি: খুলনা বিশ্ববিদ্যালয়ের(খুবি) আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতা ও শ্রেষ্ঠ নৈয়ায়িক পদক -২০১৯ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
আজ (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় এ বিতর্ক প্রতিযোগিতায় ২৬ টি ডিসিপ্লিন অংশ গ্রহণ করে। এর মধ্যে বিরোধী দল ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন চ্যাম্পিয়ন এবং সরকারি দল ফার্মেসী ডিসিপ্লিন রানার আপ হয়। বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘এই সংসদ মনে করে যে, শিক্ষার বাণিজ্যিকিকরণে কোচিং সেন্টারই মুখ্য দায়ী’।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, নৈয়ায়িকের প্রধান উপদেষ্টা চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, ফার্মেসী ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আশীষ কুমার দাস এবং ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন প্রধান কাজী হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৈয়ায়িকের সভাপতি আরমান ইসলাম। এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতর্কীক হন সরকারি দল ফার্মেসি ডিসিপ্লিনের অসিত কুমার দত্ত এবং শ্রেষ্ঠ নৈয়ায়িক আনমন রহমান। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।