সিলেটের জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার উদ্যোগে “শিক্ষাব্যবস্থার উন্নয়নে উলামায়ে কেরামের দায়িত্ব ও ইসলামে নারী শিক্ষার গুরুত্ব” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি শনিবার সিলেটের আরামবাগ পয়েন্ট আমান উল্লাহ কনভেনশন সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ২.০০ টা থেকে অনুষ্ঠিত এ সেমিনারে আলোচকবৃন্দ “শিক্ষাব্যবস্থা ও ইসলামে নারী শিক্ষা বিষয়ক দীর্ঘ আলোচনা করেন”
বাংলা, আরবি উর্দু তিন ভাষায় ভিন্ন ভিন্ন আলোচকবৃন্দ নির্ধারিত বিষয়বস্তুর উপর আলোচনা করেন।
শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুসব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভারত থেকে আগত আল্লামা সাইয়েদ আশহাদ রশিদী।
প্রধান অতিথি উর্দু ভাষায় প্রদত্ত তার বক্তব্যে বলেন, জ্ঞানার্জনের পূর্বে অবশ্যই সবাইকে নিজের লক্ষ ঠিক করে নিতে হবে। জ্ঞানার্জনের লক্ষ হতে হবে অবশ্যই সব ধরণের হিংসা বিদ্ধেষ এবং সমাজের অনাচার দুর করার প্রচেষ্টা করা। তিনি আরো বলেন, যে আলেম দীন এবং দুনিয়ার জ্ঞান সম্পর্কে অবগত নয় সে কেমন আলেম। সে কোন আলেম হতে পারে না। আল্লাহ তায়ালা জ্ঞানার্জনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন মন্তব্য করে তিনি বলেন, ইসলামে জ্ঞানার্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই শিক্ষাব্যবস্থায় আলেমদের সর্বোচ্চ গুরুত্ব রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে আরো আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মুফতী আবুল কালাম জাকারিয়া, মুফতি দিলাওয়ার হোসাইন, প্রফেসর আহমদুল হক, মাও. উবায়দুর রহমান খান নদভী, মাও. নাঈম উদ্দিন চৌধুরী (ভারত) মাওলানা আব্দুর রাজ্জাক নদভী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল হোসেন খান।
সেমিনারে আলোচকবৃন্দ ইসলামে নারী শিক্ষার গুরুত্ব এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে উলামায়ে কেরামদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে দীর্ঘ আলোচনা করেন। তারা আলোচনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর উদাহরণ টেনে বলেন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে শিক্ষা দিয়েছেন তা হলো_ “পড়ো” শিক্ষার বিষয় ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। নারী শিক্ষা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাম এর যুগ থেকে নিয়ে সব যুগেই গুরুত্ব দেয়া হয়েছে উল্লেখ করে আলোচকবৃন্দ বলেন, নবীপত্নী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা আনহা সর্বোচ্চ হাদীস বর্ণনাকারীদের একজন ছিলেন। এ যুগে এসে আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয় করতে ওলামায়ে কেরামকে ভূমিকা রাখতে হবে বলেও উল্লেখ করেন বক্তারা।
[caption id="attachment_14327" align="alignnone" width="300"]
সেমিনারে উপস্থিত শ্রোতাবৃন্দ[/caption]
সেমিনারে বিশেষ সুধী হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল ইসলাম চৌধুরী, সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও উপ পুলিশ কমিশনার এস এম পি (ট্রাফিক) ।
এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন শাইখুল হাদিস মাও. মোকাদ্দেস আলী, বরুণার মাও. খলিলুর রহমান, মাও. মহিবুল হক, মাওলানা সাঈদ আহমেদ, মাও. জিয়াউদ্দিন মাও. শিহাব উদ্দিন, মাও. আহমদ আলী, এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ও বদরুল আলম প্রমূখ।