পাবলিক ভয়েস: কিশোরগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সৈয়দা জাকিয়া নুর শপথ নিয়েছেন।
আজ শনিবার সংসদ ভবনের কার্যালয়ে তিনি শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। তিনি শপথ নেয়ার আগেই বিদেশে চিকিৎসাধীন অবস্থান মারা যান।
তার মৃত্যুতে আসনটি শূণ্য ঘোষণা করা হয়। এ আসনে আ.লীগ মনোনয়ন দেয় সৈয়দ আশরাফের ছোট বোন সৈয়দা জাকিয়া নুরকে।