পাবলিক ভয়েস: পটুয়াখালীর পায়রায় ৩৬০০ মেগাওয়াট ক্ষমতার এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে জার্মানির সিমেন্স এজির সঙ্গে যৌথ উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি। এই বিদ্যুৎকেন্দ্রটি স্থাপিত হলে এটিই হবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র।
গতকাল শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে জার্মানির মিউনিখে হোটেল শেরাটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই যৌথ উন্নয়ন চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন সিমেন্স এজির প্রেসিডেন্ট ও সিইও জোয়ে কাইজার।
এ ব্যাপারে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফিঙে বলেন, ২০১৭ সালের নভেম্বরে এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করতে দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ভৌত অবকাঠামোসহ স্বাস্থ্য, শিল্পখাতে কাজ করে আসা জার্মানির সিমেন্স এজির সঙ্গে সমঝোতা স্মারকে সই করে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি।
৩৬০০ মেগাওয়াটের এ বিদ্যুৎ কেন্দ্রে ১২০০ মেগাওয়াটের মোট তিনটি ইউনিট থাকবে। আমদানি করা এলএনজি এ কেন্দ্রে কীভাবে আনা হবে তা নিয়ে সমীক্ষা চলছে।