হেফাজতে ইসলামের আমীর ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী এবারের ইজতেমার প্রথম অংশের শুক্রবার ইজতেমার মাঠে উপস্থিত উপস্থিত হয়েছেন এবং সেখানে জুমার নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
আল্লামা আহমদ শফী সাহেবের ছেলে মাও. আনাস মাদানী পাবলিক ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সকালেই রাঙ্গুনিয়া থেকে হেলিকপ্টার যোগে আল্লামা আহমদ শফী ঢাকায় এসেছেন।
ইজতেমা মাঠে আল্লামা আহমদ শফীর উপস্থিতির বিষয়ে মাওলানা আনাস মাদানী বলেন, আল্লামা আহমদ শফী বিগত অনেকগুলো আঞ্চলিক ইজতেমাতেই অংশগ্রহণ করেছেন এবং বয়ান করেছেন। দাওয়াতের কাজ সামনে এগিয়ে নিতে এবং দাওয়াত ও তাবলীগের আলমি শুরার প্রতি সম্মান জানিয়ে তিনি বিশ্ব ইজতেমার মাঠে উপস্থিত হয়েছেন।
তবে আল্লামা শফী বিশ্ব ইজতেমার মাঠে তিনি কোন বয়ান করবেন কিনা তা জানা যায়নি।
প্রসঙ্গত : আলেম ওলামা ও তাবলীগের আলমি শুরার তত্বাবধানে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা পরিচালিত হবে এরপর ১৭, ১৮ ফেব্রুয়ারি মাওলানা সাদপন্থী নিজামুদ্দিনের জিম্মাদারদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হবে।