পাবলিক ভয়েস: কক্সবাজার শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লি এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ও আহতরা হলেন- মো. তৈয়বের ছেলে শাহজাহান (২৮), আবদুস সোবহানের ছেলে নাজমুল (৩৫), ফজল করিমের ছেলে সাকিব (১৭), সব্বির আহমদের ছেলে জাহেদ (২২), নুরুল হকের ছেলে নাহিদ, আমান উল্লার ছেলে শাসুদ উল্লাহ বাহাদুর, মোতালেবের ছেলে তুহিন (১৯), লতিফ (১৮), দিদার (৪০) ও শাহিন। তারা সবাই দক্ষিণ সাহিত্যিকা পল্লি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে আরিফ ও আমির খান নামে দুইজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সন্ধ্যায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গোলাগুলিতে ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি। আহত কতজন তাও বলা যাচ্ছে না।