পাবলিক ভয়েস: বরিশালে কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে গৃহকর্তাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর লুৎফর রহমান সড়কের একটি বাসা থেকে তাদের আটক ও ওই গৃহকর্মীকে উদ্ধার করা হয়
আটকরা হলো- মজিবর রহমান হাওলাদার, তার স্ত্রী সায়লা রহমান ও দোকানের কর্মচারী মো. মাসুম।
পুলিশ জানায়, এক বছর আগে কাজে আসা ওই গৃহকর্মীকে বিভিন্ন ভুলের জন্য মজিবর রহমান ও তার স্ত্রী প্রায়ই গরম খুন্তি ও ইস্ত্রি দিয়ে ছ্যাঁকা ও খাবার না দিয়ে নির্যাতন করতেন।
গত ২৬ জানুয়ারি দুপুরে বাসা খালি থাকার সুযোগে মজিবরের দোকান কর্মচারী মাসুম ওই গৃহকর্মীকে ধর্ষণ করেন। এর আগেও তিনি একাধিকবার এ ঘটনা ঘটনা। বিষয়টি ওই কিশোরী গৃহকর্তাকে জানালে তারা উল্টো তাকে মারধর এবং ঘটনাটি কাউকে বলতে বারণ করেন।
বরিশাল বিমানবন্দর থানার সেকেন্ড অফিসার অরবিন্দ বিশ্বাস জানান, আটক তিনজনকে অভিযুক্ত করে থানায় মামলা করা হয়েছে।