এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় কওমি আলেমদের এক মাহফিলের বিরুদ্ধে মিছিল করেছে স্থানীয় কিছু মাজার পন্থী বেরেলভী অনুসারী সুন্নীরা।
মাওলানা জমির হোসাইন কাদেরী নামের এক ফেসবুক আইডি থেকে এই মাহফিল বন্ধের মিছিলের ছবি ও ভিডিও শেয়ার করলে এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠে।
মাওলানা জমির তার আইডিতে নিজেকে হাটহাজারী উপজেলার কুয়াইশ বুড়িশ্চর জিয়াউল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসার আরবী লেকচারার হিসেবে পরিচয় দিয়েছেন।
তিনি তার পোস্টে উল্লেখ করেন “কুয়াইশ সম্মিলনী উচ্চ বিদ্যালয় মাঠে” ওয়াহাবীদের ( কওমী মাদ্রাসার সাথে সংশ্লিষ্টদের সুন্নিরা ওয়াহাবী বলে থাকে) মাহফিল করার অনুমতি দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। সুন্নী অধ্যুষিত এলাকায় ওয়াহাবীদের কোন মাহফিল হতে দেবে না সুন্নীরা!
ভিডিওতে দেখা যায়, এতে কওমীদের ওয়াহাবি আখ্যায়িত করে উগ্র শ্লোগান দিচ্ছেন দুয়েকজন আলেম ও দশ পনেরোজনের সুন্নী জনতা।
এ ব্যাপারে ইসলামী সম্মেলন আয়োজক সংগঠন "কুয়াইশ নওজোয়ান কমিটি"র সভাপতি মোস্তফার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,
আমাদের সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে ২০০৬ সালে।প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমরা ইসলামী সম্মেলন করে আসছি। কিন্তু আগামী ১৫-ই মার্চ' ২০১৯ সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিলে এলাকার কিছু মুসলিম ভাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার ও বিদ্বেষ ছড়াচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা আমাদের সম্মেলন যথাযথভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।
মাহফিলের অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ, থানা ও উপজেলা প্রশাসন থেকে অনুমতি নিয়েছি। তবুও আমরা এলাকার নাগরিক সত্ত্বেও আমাদের মাহফিলকে প্রতিহতের ঘোষনা সাম্প্রদায়িক উস্কানী ছাড়া কিছু নয়।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।
বিষয়টি নিয়ে হাটহাজারীর কয়েকজন আলেমের সাথে যোগাযোগ করলে তারা বলেন, কওমী আলেমরা যেখানে সবাই মিলে কাদিয়ানীদের বিরুদ্ধে সোচ্চার আন্দোলন করছে সেখানে নবীপ্রেমী দাবি করা কথিত সুন্নীরা কওমী আলেমদের বিরুদ্ধে মাঠে নামা এবং মিছিল করা খুবই দুঃখজনক।