দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আগামী কাল। ১৪ ই ফেব্রুয়ারি থেকে ঢাকার টঙ্গীতে তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশ্ব ইজতেমা ১৪ ই ফেব্রুয়ারি থেকে নিয়ে ১৬ ই ফেব্রুয়ারি পর্যন্ত আলেম-ওলামাদের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা পরিচালিত হবে। বিশ্ব ইজতেমায় অংশ নিতে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম ওলামাদের বিশাল বিশাল বহর ইজতেমা মাঠের উপলক্ষে রওয়ানা দেয়ার সংবাদ পাওয়া যাচ্ছে।
পাবলিক ভয়েসের প্রতিবেদক বিশ্ব ইজতেমা বিষয়ে অনেক মাদ্রাসা ছাত্র শিক্ষক ও বিভিন্ন ওলামা কেরামদের সাথে কথা বলেছেন। তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছে বলে জানিয়েছেন। এবারের বিশ্ব ইজতেমায় ১৪, ১৫, ১৬ ই ফেব্রুয়ারি অংশে সবচেয়ে বেশি বিদেশি মেহমানদের আসার কথা রয়েছে। ইতিমধ্যেই ভারত পাকিস্তান ও মধ্যপ্রাচ্যসহ অনেক দেশ থেকে দাওয়াত ও তাবলীগের সাথে সংশ্লিষ্ট ওলামায়ে কেরামরা উপস্থিত হয়েছেন।
কথা হয়েছে ফরিদাবাদ মাদ্রাসার কয়েকজন ছাত্রের সাথে, তারা বলছেন আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করছি। ১৩ ই ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বিশ্ব ইজতেমা উপলক্ষে ফরিদাবাদ মাদ্রাসা ছাত্ররা রওনা দিয়েছেন। ফরিদাবাদ মাদরাসার দাওরায়ে হাদিসের ছাত্র মো. মাসউদ জানিয়েছেন তারা বিশ্ব ইজতেমায় নিজেদের উদ্যোগে মাদরাসা থেকে ছুটি নিয়ে অংশগ্রহণ করছেন।
ঢাকায় অবস্থিত জামেউল উলুম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মাহবুব মনে করেন এবারের বিশ্ব ইজতেমায় ওলামায়ে কেরামদের সবচেয়ে বেশি অংশগ্রহণ হবে। এ মাদরাসা থেকেও অনেক ছাত্ররা বিশ্ব ইজতেমায় অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি।
কেবল ঢাকায় নয় উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ও হাজার হাজার ওলামায়ে কেরামরা বিশ্ব ইজতেমা উপলক্ষে ইজতেমা মাঠে আসছেন। দেশের উত্তরাঞ্চলে অবস্থিত বগুড়ার জামিল মাদ্রাসা থেকে বিশাল গাড়ি বহর ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে।
তাবলীগের মুরব্বিদের সাথে কথা বললে তারা বলেছেন, আলেম-ওলামাদের ব্যাপক উপস্থিতির বিষয়ে তারা অনেক আশাবাদী।
প্রসঙ্গত: দাওয়াত ও তাবলীগের বিবদমান পরিস্থিতিতে দুই পক্ষকে ইজতেমার কর্তৃত্ব ভাগ করে দেয়া হলেও আলেম-ওলামাদের বিশ্ব ইজতেমা নিয়ে বেশি উৎসাহ দেখা যাচ্ছে। তবে নিজামুদ্দিনপন্থী সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা ১৭, ১৮ ফেব্রুয়ারি এই দুই দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সাদ কান্ধলভী অনুসারী একজন মুরুব্বী।
ইতিমধ্যেই বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিবৃতি দিয়েছেন, তিনি বলেছেন উভয়পক্ষ সংযতভাবে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে বিশ্ব ইজতেমা পরিচালনা করবে সেই সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীও বিশ্ব ইজতেমায় যেকোনো পরিস্থিতির বিষয়ে সজাগ দৃষ্টি রাখবে বলেও জানিয়েছেন তিনি।
অপরদিকে বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে স্পেশাল ট্রেন সার্ভিস চালু করেছে। মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে ঢাকাগামী এবং ঢাকা থেকে বের হওয়া যে কোন ট্রেন টঙ্গী রেল স্টেশনে দুই মিনিট করে যাত্রা বিরতি করবে বলে রেলওয়ে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।