আলমাস খাতুন (৫২) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার (কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর মুরাদাবাদ জনাব ঈসমাইল পেশকারের বাড়ির) স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার ও টিবি রোগে আক্রান্ত।
আলমাস খাতুন তার ছেলে মুহাম্মদ রাশেদুল ইসলামকে অনেক কষ্টে পবিত্র কোরআনের হাফেজ বানিয়েছেন। তার স্বামী জীবিত না থাকায় চিকিৎসার অর্থ যোগান দেয়ার মতো কেউ নেই। যে কারণে হাসপাতালে ভর্তি হলেও বিভিন্ন ধরণের পরীক্ষা-নিরীক্ষার অর্থ না থাকায়কদিন আগে হাসপাতাল ছেড়ে মৃত্যুর পথের যাত্রী হয়ে বাড়ি ফিরেছেন।
হাফেজ মুহাম্মদ রাশেদুল ইসলাম মিডিয়ার স্বরণাপন্ন হয়ে তার মায়ের চিকিৎসার জন্য আবদার জানান। তিনি পাঠকদের উদ্দেশ্যে বলেন, আমার মা বহু কষ্টে মানুষের বাড়িতে কাজ করে আমাকে পড়িয়েছেন। কুরআনের হাফেজ বানিয়েছেন। কিন্তু এখনো আমি ছাত্র তাই মায়ের রোগ সারাতে কোনো সহায়তা করতে পারছি না।
তিনি বলেন, আমি সবার কাছে আকুল আবেদন করছি আপনারা আমার মায়ের চিকিৎসার জন্য দয়া করে পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই পরকালে এর বদলে উত্তম প্রতিদান পাবেন।
আর্থিক সহযোগিতা পাঠাতে আগ্রহীদের নিম্মোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।
ক্যান্সারে আক্রান্ত আলমাস খাতুনের ছেলে হাফেজ মুহাম্মদ রাশেদুল ইসলামের সাথে ফোনে কথা বলে তারপর সহযোগিতা পাঠানোর অনুরোধ রইল।
ফোন: +8801840-155294, (হাফেজ রাশেদ)
আলমাস খাতুন চিকিৎসা তহবিল। মুহাম্মদ ইকরামুল হক। 01839-844938, (bkask পার্সোনাল)। মুহাম্মদ নেয়ামত উল্লাহ। 01869-700019, (bkash পার্সোনাল)