তানভীর হোসেন তাম্মান, জাবি: “সূর্য-ঘড়ি সাত সকালে, ফাগুন রাঙ্গা শাড়ি পড়ে দিন গোনে আজ কার? বাসন্তিরা সবুজ টিপে, লাল সাদা আর হলুদ পাড়ে হাত ধরেছে তার।”
বসন্ত নিয়ে বাঙ্গালীর আগ্রহ চিরদিনের। এরই ধারাবাহিকতায় সাংস্কৃতিক রাজধানী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বসন্তবরণ ১৪২৫। পহেলা ফাল্গুনে বসন্তবরণ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে বসন্ত উৎসব ও আনন্দ শোভাযাত্রা উদযাপিত হয়েছে।
“চরাচরে এসে গেছে অন্তরে আসো না! ফাল্গুন ভালোবাসা ফাল্গুনই বাসনা” এই শ্লোগানকে ধারণ করে আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মহুয়া চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডীন ড. মোঃ মোজাম্মেল হক, বাংলা বিভাগের অধ্যাপক ড. খন্দকার শামীম আহমেদ, বাংলা সংসদের ভিপি শাহরিয়ার ইসলাম আকাশ, মুনির হোসেন (জিএস–বাংলা সংসদ), বাংলা সংসদের প্রচার সম্পাদক জয় সাহাসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী বৃন্দ। শিক্ষার্থীদের বসন্তের সাজে ক্যাম্পাস হয়ে উঠেছে প্রাণবন্ত।
শোভাযাত্রা শেষে ক্যাম্পাসের মহুয়া চত্বরে আয়োজন করা হয় বসন্তবরণ উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, সঙ্গীত ও নৃত্য পরিবেশনা, বসন্তের কবিতা পাঠ এবং মেহেদী বরণ উৎসবের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাহিদ হক ও বাংলা সংসদের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. খন্দকার শামীম আহমেদ প্রমুখ।
এসময় আলোচনা অনুষ্ঠানে বক্তারা বাংলা সংস্কৃতি চর্চার ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।