পাবলিক ভয়েস: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে চান্দের গাড়ির ছাদ থেকে পড়ে জিনিয়াস তালুকদার (২৬) নামে এক পর্যটকের নিহত হয়েছে।
আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রুইলুই পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিনিয়াস রাঙামাটি শহরের সুখী নীলগঞ্জ এলাকার নবারণ তালুকদারের ছেলে।
নিহতের আত্মীয় দীপন চাকমা বলেন, আমরা খাগড়াছড়ি দীঘিনালায় একটি বিয়েতে বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে সিএনজি অটোরিকশায় সাজেকে বেড়াতে যায়। বেড়ানো শেষে দীঘিনালায় ফেরার পথে জিনিয়াস সিএনজিতে না চড়ে পানিবাহী একটি চান্দের গাড়ির ছাদে উঠে পড়ে। এরপর গাড়িটি রুইলুই পাড়ায় পৌঁছালে হঠাৎ গাড়ির ছাদ থেকে জিনিয়াস পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুইলুই পাড়ার পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী পরিদর্শক (এসআই) রজব আলী জানান, মরদেহটি হাসপাতাল থেকে রাঙামাটিতে পাঠানো হচ্ছে।