পাবলিক ভয়েস: মাদারীপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে বাবু বেপারী (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরানবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাবু জেলার কালকিনি উপজেলার ফাসিয়াতলা এলাকার হাবিব বেপারীর ছেলে। সে তার পরিবারের সঙ্গে শহরের পুরানবাজার এলাকায় নানা বাড়িতে বেড়াতে এসেছিল।
জানা যায়, দুপুরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে দুই ভাই ফয়সাল (১৭)ও বাবু। গোসল শেষে বড় ভাই ফয়সাল তীরে উঠতে পারলেও ছোট ভাই বাবু স্রোতের কবলে পড়ে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুরোনো ট্রলারঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় বাবুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে তাৎক্ষণিক তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য কিশোরের মরদেহটি ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।