প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৯, ৭:০৫ অপরাহ্ণ
বসন্ত

যাবীন তাসমিন সানা হক
হে বসন্ত, তুমি এসেছো ধরায়? তোমার আগমনী সুভাসে পাখিরা গাইছে গান, গাছে গাছে ফুটেছে ফুল। শুকনো পাতার মমর মমর শব্দ। আহ্! হৃদয় পুলকিত হয়ে যায়।
হে বসন্ত, তোমার আগমনী বার্তায় চারদিকে গুনগুন শব্দ, পাখির কুঞ্জন, দখিনা বাতাস, সমুদ্রের ঢেউ এ ফুলের সুভাস। আহ্! প্রকৃতি পাগল করে দেয় আমাকে।
হে বসন্ত, তোমার আগমনে বাঙ্গালী তরুণীরা পড়েছে বাসন্তী রং য়ের শাড়ি, খোপায় দিয়েছে হলুদ রংয়ের ফুল। মাথায় সাজিয়েছে রং বেরঙের পুষ্পের সমাহার।
হে বসন্ত, তুমি বাঙ্গালি যুবতীদের কানের ঝুমকো দোল, গলার মালা হয়ে সাজো, পায়ের নুপুরে নিকুণ শব্দ, প্রকৃতির খেল তামাশায় মাতো। হে বসন্ত, তোমার প্রতীক্ষায় কেটেছে শত প্রহর, ঘুমহীন রজনী, অবশেষে তুমি এলে ডানা মেলে সমুদ্রের উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে, বিশাল পাহার পর্বত ডিঙ্গিয়ে, হাজারো পথ পাড়ি দিয়ে নিয়ে এলে সারিসারি সাজানো ফুলে ভরা এক সৌন্দর্যের সমাহার।
Copyright © 2025 Samakaler Kontho. All rights reserved.