পণ করেছি, আজকে থেকে
কারো ক্ষতি করবো না,
বর্বরতার কোপানলে
ঘৃণার বহর ধরবো না।
পণ করেছি, লোকের মনে
কষ্ট কভু দিবো না,
কষ্ট দিয়ে কারো থেকে
ঘৃণা শত নিবো না।
পণ করেছি, কোন দিনও
হঠকারিতা করবো না,
হঠকারিতার ডানায় চড়ে
দুখের মালা পরবো না।
পণ করেছি, দাম্ভিকতায়
ন্যস্ত কভু থাকবো না,
অহমিকার ঘোর-তিমিরে
নিজেকে বুঁদ রাখবো না।
পণ করেছি, দ্বীনের পথে
থাকব অটল সর্বদাই,
প্রয়োজনে দ্বীনের তরে
অনায়াসে মরব ভাই।