পাবলিক ভয়েস: রাজধানীর শ্যামপুরে ছালছাবিল পরিবহনের একটি বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শ্যামপুর পোস্তগোলা ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সন্ধ্যা ৬টার দিকে পোস্তগোলা ব্রিজের উপরে ছালছাবিল পরিবহনের একটি বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিনজনের মৃত্যু হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানতে পারেনি পুলিশ।
এদিকে, খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেলের ধাক্কায় আবদুল রাজ্জাক (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত রাজ্জাকের বোন বানু আক্তার জানান, তারা খিলগাঁও এলাকায় থাকেন। সন্ধ্যায় একটি মোটরসাইকেল তার ভাইকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, রাজ্জাকের মরদেহ মর্গে রাখা হয়েছে।