নি:স্বার্থ ভালোবাসা
সোহেল আহম্মেদ
ভালোবাসতে দিন লাগেনা
হরহামেশাই বাসা যায়,
একদিন যদি ভালোবাসো
সারা বছর কেমনে যায়?
ভালোবাসা দিবস নামে
করবো কেন নোংরামি,
কেমনে সমাজ ভালো হবে
ভালো যদি না হই আমি?
সত্যিকারে ভালোবাসায়
চাওয়া পাওয়া নাই,
ভালোবাসার নামে আজ
কেউ খাই আর কেউ বিলাই।
খেয়ে দেয়ে ফেলে দেই
ফুরায় যখন মজা,
কেউ দেই গলায় দরি
কেউ খাই গাঁজা।
অবৈধ সব ভালোবাসা
নষ্টামি আর নোংরামি,
ভালোবাসা শব্দটাকেই
করছে বড্ড বেদামী।
সারাবছর বাসবো ভালো
একে অপরকে,
নিঃস্বার্থ এই ভালোবাসা
বদলে দেবে জগৎটাকে।