পাবলিক ভয়েস: ভারতের রাজধানী দিল্লির কেরল বাগের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক জন।
আজ মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে হোটেল আর্পিত প্যালেসে এই অগ্নিকাণ্ড ঘটে। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সাদা রঙের পাঁচতলা ভবনটিতে আগুনের লেলিহান শিখা দেখা যায়।
সংবাদমাধ্যম জানায়, ভোরেই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট। তাদের অবিরাম প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনটি থেকে ৩৫ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আহতদের নিকটস্থ রাম মনোহর লোহিয়া হাসপাতালে নেওয়া হয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে দম বন্ধ হয়ে।