ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সভাপতি মুফতি সৈয়দ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড “বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ”র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
বেফাকের দায়িত্বশীল একাধিক সূত্র পাবলিক পাবলিক ভয়েস কে এ তথ্য নিশ্চিত করেছেন।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি হাফেজ মাওলানা মুসলেউদ্দিন রাজু পাবলিক ভয়েসকে বলেছেন নিয়মতান্ত্রিকভাবেই মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী চরমোনাই পীর সাহেব বেফাকের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর কার্যকরী কমিটির বৈঠক ছিল। বৈঠকে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা সহ আরো বেশ কিছু এজেন্ডা নিয়ে আলোচনা করা হয় এবং পূর্ব প্রস্তাবনা অনুযায়ী চরমোনাই বর্তমান পীর সাহেব ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সভাপতি মুফতি সৈয়দ রেজাউল করিমকে সবার সম্মতিক্রমে বেফাকের সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
প্রসঙ্গত : গত রমজান মাসে হাটহাজারী মাদ্রাসায় বেফাকের বৈঠকে চরমোনাই বর্তমান পীর সাহেবকে বেফাকের সহ-সভাপতি হিসেবে প্রস্তাব দেয়া হয় কিন্তু বিভিন্ন নিয়মতান্ত্রিক জটিলতার কারণে এই প্রস্তাবনা আলোর মুখ দেখেনি। যা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সমর্থকরা কড়া প্রতিক্রিয়া দেখিয়েছিলো। সে ঘটনার প্রায় বছর পার হওয়ার সময়ে এসে আজ (১০ ফেব্রুয়ারি) বেফাকের কার্যকরী কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সভাপতি হিসেবে মুফতি সৈয়দ রেজাউল করিম বেফাকের সহ-সভাপতি নির্বাচিত হবেন।
উল্লেখ্য বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড চরমোনাই কর্তৃক একটি দীনি শিক্ষাবোর্ড। এ বোর্ডের অধিনে সারা দেশে কয়েক হাজার মাদরাসা রয়েছে। যাদের পরিচালিত দাওরায়ে হাদিস পর্যন্ত প্রায় কয়েক ডজন মাদরাসা আছে। এমন একটি বোর্ডের দায়িত্বশীলরা এতদিন বেফাকের বাইরে কিভাবে ছিলো তা নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে। শেষ পর্যন্ত এ বোর্ডের সভাপতি মুফতি সৈয়দ রেজাউল করীম বেফাকের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অনেকেই অভিনন্দন জানিয়েছেন।