পাবলিক ভয়েস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা বিকেন্দ্রিকরণের মধ্য দিয়ে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা হবে। আগামীতে জেলাভিত্তিক ধারণা নিয়ে মূল বাজেট প্রণয়ণের কথাও জানান সরকার প্রধান।
সকালে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণলায় পরিদর্শন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এছাড়াও উপজেলাভিত্তিক মাস্টারপ্ল্যান তৈরি করে, তা দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর, সপ্তাহান্তে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায়, এবার আসলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, মন্ত্রলায়টির মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তারা।
পরিচয় পর্ব শেষে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তনের মধ্য দিয়েই দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। তাই, ক্ষমতা কাঠামো আর বাজেট প্রনয়ণে নতুন চিন্তার কথা জানান সরকার প্রধান।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নতুন অবকাঠামো নির্মাণকাজ পরিকল্পনা মাফিক করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
অন্য দেশ থেকে ধারণা নিয়ে, নিজেদের বাস্তবতায় উন্নয়ন কাজ করতে হবে বলেও জানান শেখ হাসিনা। সবার জন্য সুপেয় পানি, নিরাপদ সড়ক, স্যানিটেশন আর জনস্বাস্থ্য নিশ্চিত করতে মন্ত্রণালয়কে তাগিদ দেন প্রধানমন্ত্রী।