
পাবলিক ভয়েস: গতকাল সন্ধা ৬ টায় রাজধানীর এয়ারপোর্ট এলাকায় আগত দ্রুতগামী ট্রেন এক্সিডেন্টে প্রাণ হারিয়েছেন বদরুদ্দোজা হাসান নামের একজন ইমাম।
নিহত বদরুদ্দোজা হাসান নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার কাজীনগর ইউনিয়নের নাটেশ্বর গ্রামের আলী করীম এর ছেলে। তিনি দীর্ঘ সাত আট বছর থেকে ইশাআতুল উলুম মাদরাসা, সারুলিয়া, ডেমরায় হিফজ বিভাগের শিক্ষকতা করে আসছেন।
এবং পাশাপাশি বর্তমানে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছাত্রদের ইমামতির দায়িত্বপালন করছেন।

