পাবলিক ভয়েস: নোয়াখালী সদর উপজেলার চরউরিয়া গ্রামে ডাকাত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গতকাল শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরউরিয়া গ্রামের মালেকের বাড়িতে ডাকাতি করতে গেলে গণপিটুনির শিকার হন ওই ব্যক্তি।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ওই এলাকায় ডাকাতি হচ্ছিল। এ কারণে রাতে পাহারা বসায় এলাকার লোকজন। মধ্য রাত আড়াইটার দিকে একদল ডাকাত এলে টের পেয়ে তাদের ধাওয়া দেয় পাহারারত এলাকাবাসী। এসময় সবাই পালিয়ে গেলেও একজনকে ধরতে পেরে গণপিটুনি দেওয়া হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ডাকাতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।