পাবলিক ভয়েস: বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল মাঠে গড়িয়েছে। অথচ দেশসেরা ওপেনার তামিম ইকবালের এটিই প্রথম বিপিএল ফাইনাল। আর তাতেই বাজিমাত করে ঝড়ো সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ‘ড্যাশিং’ ব্যাটসম্যান।
এটি চলতি আসরের ষষ্ঠ সেঞ্চুরি। মাত্র ৫০ বলে সেঞ্চুরি তুলে নিয়েও থামেন নি, বরং ব্যাট হাতে বোলারদের কচুকাটা করে গেছেন শেষ পর্যন্ত। ৬১ বলে ১৪১ রান নিয়ে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন তিনি, যা বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। তার আগে আছেন শুধু ক্রিস গেইল। গত আসরে ১৪৬ রান করেছিলেন এই ক্যারিবীয় দানব।