পাবলিক ভয়েস: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পানি ভরা বালতিতে পড়ে জান্নাত আক্তার নামে দেড় মাসের শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সুলতানসাদি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জান্নাত আক্তার ওই এলাকার আবুল হোসেনের মেয়ে।
পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবাল পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিব ইসমাইল ভূঁইয়া জানান, বিকেলে বাড়ির উঠানে খেলার সময় পানি জমিয়ে রাখা বালতিতে পরে যায় শিশু জান্নাত। পরে খোঁজাখুজি করে বালতি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগেই জান্নাত মারা যায়।