আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পঞ্চগড়ে আহমদিয়া কাদিয়ানী জামাতের কথিত জাতীয় ইজতেমা আয়োজন এর বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম।
তিনি বলেছেন, পঞ্চগড়ে অনুষ্ঠিত হতে যাওয়া কাদিয়ানীদের কথিত জাতীয় ইজতেমা কোন ভাবে সম্পন্ন করতে দেয়া হবে না এবং প্রয়োজনে জীবন দিয়ে হলেও তাদের ইজতেমা আয়োজন প্রতিহত করা হবে।
মুফতি ফয়জুল করিম বলেন,
পঞ্চগড়ে অনুষ্ঠিত হতে যাওয়া কাদিয়ানীদের ইজতেমার বিপক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে এবং কোন ভাবে যাতে তাদের ইজতেমা অনুষ্ঠিত হতে না পারে সে বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও বলেন তিনি। তাই সকলের প্রতি তিনি কাদিয়ানীদের ইজতেমা বিরোধী যেকোনো পদক্ষেপে নিজের সবকিছু দিয়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।
আজ শুক্রবার (৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে অনুষ্ঠিত চরমোনাই বাৎসরিক মাহফিলের নমুনায় তিন দিন ব্যাপী মাহফিলের জুমার আলোচনায় তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, “কাদিয়ানীরা কাফের যারা তাদের কাফের মানবে না তারাও কাফের” শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম এর খতমে নবুয়াত যারা মানে না তাদেরকে মুসলমান মেনে নেয়ার কোন সুযোগ নেই কাদিয়ানীরা হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু ইসলামকে শেষ নবী হিসেবে না মেনে গোলাম আহমদ কাদিয়ানী কে নবী দাবি করে। তিনি গোলাম আহমদ কাদিয়ানী কে গোলাম শয়তানি কাদিয়ানী বলে সম্বোধন করেন।
তিনি আরো বলেন, এছাড়াও কাদিয়ানীরা আরো অসংখ্য কুফরী আকিদা পোষণ করে থাকে। মুসলিম নাম দিয়ে এমন একটি সম্প্রদায়ের কোন ইজতেমা বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে অনুষ্ঠিত হতে পারে না। এ দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের উম্মতরা বেঁচে থাকতে এই ইজতেমা অনুষ্ঠিত হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তারা যদি সম্মেলন বা ইজতেমা করার চেষ্টা করে তবে নবী প্রেমীরা জীবন দিয়ে হলেও তা প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।