পাবলিক ভয়েস: ‘ওবায়দুল কাদের এখন স্বেচ্ছায় বিএনপির উপদেষ্টা হতে চলেছেন, খামোখা আ.লীগে থেকে তার লাভ কী-বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন আ.লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেছেন, ওনার (রিজভীর) কথার জবাব দেয়ার ইচ্ছা আমার নেই- পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।
আজ শুক্রবার আ.লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন স্বেচ্ছায় বিএনপির উপদেষ্টা হতে চলেছেন। খামোখা আ.লীগে থেকে তার লাভ কী? বরং ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।
রিজভী বলেন, আ.লীগ সাধারণ সম্পাদক প্রতিনিয়ত বিএনপিকে উপদেশ দিচ্ছেন। সভা, সমিতি, মঞ্চ, গণমাধ্যম ও ব্রিফিংয়ে বিএনপির কী করা উচিত, বিএনপির পরিণতি কী হবে, বিএনপি নির্বাচন ভীতিতে ভুগছে, বিএনপি সংসদে যোগ দেবে ইত্যাদি নানা কথার ‘খই ফোটাচ্ছেন’ প্রতিদিন।
তিনি বলেন, সরকারের প্রভাবশালী মন্ত্রী হিসেবে ওবায়দুল কাদের ‘শালীনতা’, ‘ভব্যতার গুণমান’ বিবেচনা না করে বিএনপির বিরুদ্ধে ক্রমাগত উপদেশের ভাঙা টেপরেকর্ড বাজিয়েই চলেছেন।
এর জবাবে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।
এ সময় ওবায়দুল কাদের বলেন, সরকারের হস্তক্ষেপে খালেদা জিয়ার মুক্তি বাঁধা হচ্ছে- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, বুদ্ধিজীবীদের ভাষায়- বিএনপি এখন একটা হাঁটু ভাঙা দল। নির্বাচনে পরাজয়ের পর তারা যেভাবে প্রলাপ বকছে, তাতে মনে হয় ওনাদের মাথা বিগড়ে গেছে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আ.লীগ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক আবদুস সোবহান মিয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন।