পাবলিক ভয়েস: পাবনায় আন্তঃজেলার ডাকাত দলের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
গ্রেফতার ডাকাতরা হলো- পাবনার সদরের নয়নামতি গ্রামের আজমত আলীর ছেলে আব্দুর রাজ্জাক কালু, চক পৈলানপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে রিপন শেখ, কাচারীপাড়া মহল্লার মৃত আব্দুস সাত্তার প্রামাণিকের ছেলে বাবু ইসলাম, চাটমোহর উপজেলার হরিপুর গ্রামের আফজাল সরকারের ছেলে মো. আরিফ ও আতাইকুলা থানার মঙ্গলগ্রামের মৃত গাজী আবুল কালামের ছেলে মো. কাওসার গাফফার।
আজ শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাতে শহরের বাইপাস সড়কের নূরপুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে ডাকাত দল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মাইক্রোবাস ফেলে পালানোর চেষ্টা করে।
এসময় ধাওয়া করে পুলিশ পাঁচ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস, একটি কার্টার প্লাস, একটি সেলাই রেঞ্জ, একটি ২৯ ইঞ্চি ধারালো শাবল, দু’টি ধারালো বড় তরবারিসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।
এই ডাকাত দল দীর্ঘদিন ধরে পাবনা, ঈশ্বরদীসহ পার্শ্ববর্তী জেলায় ডাকাতি করে আসছিল। গ্রেফতার হওয়া ডাকাতদের সবার নামেই দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।