পাবলিক ভয়েস: চট্টগ্রামে নগর বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান স্বপনসহ ২৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) মহানগর দায়রা জজ আদালত আকবর হোসেন মৃধার আদালত এ আদেশ দেন বলে জানান মহানগর পাবলিক প্রসিকিউটর মো. ফখরুদ্দীন চৌধুরী।
অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী বলেন, ‘খুলশী থানায় দায়ের হওয়া ১১টি মামলায় ২৮ জন বিএনপি নেতাকর্মী হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে হাইকোর্টের আদেশ অনুযায়ী তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ফের জামিনের আবেদন করলে আদালত তাদের তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’
কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- নগর বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হালিম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দুলাল, ওয়াকিল, মিন্টু ও শাকিল।