প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ৮:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০১৯, ৬:০২ অপরাহ্ণ
শতাধিক এতিমের পাশে দাঁড়ালেন প্রবাসী শহিদুল

বাইজিদ আল-হাসান (ওমান প্রতিনিধি) ফেনি জেলার কৃতি সন্তান মুহাম্মাদ সহিদুল ইসলাম দীর্ঘদিন যাবত ওমানে ব্যবসা বানিজ্য করছেন, ওমানে রয়েছে তার কমফোর্টার, বালিশ ও বিভিন্ন ফার্নিচার আইটেম বানানোর নিজস্ব ফ্যাক্টরি। অতি অল্প বয়সে ওমান যে কয়জন বাংলাদেশী ব্যবসায়ী সফলতা লাভ করেছেন ওমানে, জনাব শহিদুল ইসলাম তার ভিতর অন্যতম।
তিনি ব্যবসার পাশাপাশি সমাজসেবার কাজেও বেশ এগিয়ে। ইতিমধ্যে তিনি ফেনির দাগনভূঞায় রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার দুই শতাধীক এতিম ছাত্রদের নতুন ড্রেস দিয়েছেন। নতুন জামা পেয়ে বেশ খুশি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ছবিঃ জামা দেওয়ার সময়ের ছবি। ফেনী জেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর মাদ্রাসায় প্রতিবছর ঘটা করে মাহফিলের আয়োজন করেন লন্ডন প্রবাসী মাওলানা মুহাম্মাদ সালাউদ্দীন।
এবারের মাহফিলে জুমার নামাজে খুতবা পাঠ ও ইমামতি করেছেন পবিত্র মক্কা শরীফের মসজিদ জামেআশ শোহাদার ইমাম ও খতিব শায়েখ ড. মুহাম্মদ বিন হাসসান আশ্শারআবি। এসময় নামাজে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। গত শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিনব্যাপী বার্ষিক আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে আসেন মসজিদ জামেআশ শোহাদার ইমাম।
Copyright © 2025 Samakaler Kontho. All rights reserved.