পাবলিক ভয়েস: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫০ কেজি চন্দন কাট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি তারা।
আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এসব জব্দ করে।
বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান জানান, বেনাপোল সীমান্ত পথে চোরাকারবারিরা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় টের পেয়ে চোরাকারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে ৫০ কেজি চন্দন কাট জব্দ করা হয়।