পাবলিক ভয়েস: খুলনা জেলা ও মহানগর পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় মাদকবিক্রেতাসহ ৯৬ জনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত জেলার নয় ও মহানগরের আট থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান বলেন, জেলা পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ছয়জন মাদকবিক্রেতাসহ ৫১ জনকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার নয় থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৩০ পিস ইয়াবা ও ২৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের অভিযানে মহানগরের আট থানা এলাকা থেকে সাতজন মাদকবিক্রেতাসহ ৪৪ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৭১ পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।